কেরালার ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ২৫০

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১, ২০২৪, ০২:২৪ পিএম

কেরালার ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ২৫০

ছবি: সংগৃহীত

ভারতের কেরালার ওয়ানাড় জেলার ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫০। বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “স্বাস্থ্য বিভাগ ২৫৬টি ময়নাতদন্ত করেছে, যার মধ্যে কিছু দেহাংশও অন্তর্ভুক্ত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই দেহাংশগুলো নিয়ে আমরা জিনগত নমুনা সংগ্রহ করেছি এবং ডিএনএ পরীক্ষার কাজ করছি। যাতে ভবিষ্যতে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়।”

ভূমিধসে ক্ষতিগ্রস্ত মুন্ডাক্কাই ও চুরালমালাসহ বেশ কয়েকটি গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার অভিযানে বুধবার পর্যন্ত সহস্রাধিককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৪০ জন। সেই সঙ্গে বহু লোক আহত হয়েছেন।

Link copied!