পুতিনকে উষ্ণ আলিঙ্গন করেন কিম জং-উন। ছবি: বিবিসি
দুই বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অকুণ্ঠ সমর্থন করছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালেই সাফ জানিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এজন্য তাকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন পুতিন।
বুধবার (১৯ জুন) স্থানীয় সময় সকালে পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর স্বাগত অনুষ্ঠান শেষে এক আনুষ্ঠানিক আলোচনায় এসব কথা বলেন তারা।
আরও পড়ুন: ৩ লক্ষ্যে উত্তর কোরিয়া সফরে পুতিন
কিম বলেন, “ইউক্রেনে রাশিয়ার অভিযানকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া।”
এর আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, দুই দেশই ‘নতুন সমৃদ্ধির’ সময়ে প্রবেশ করছে।
সবশেষ ২০০০ সালে পিয়ংইয়ং সফরে যান পুতিন। সে সময় তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে প্রথমবারের প্রেসিডেন্টের মেয়াদ শুরু করেছিলেন। অন্যদিকে গত বছর সেপ্টেম্বরে মস্কো সফরে যান কিম জং-উন। তখন কোরীয় এই নেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। সেই সফরেই পুতিনকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন কিম। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় পুতিনকে লালগালিচা সংবর্ধনা এবং অভ্যর্থনা জানান কিম জং-উন।
এই সফরকে ‘বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র সফর’ বলে উল্লেখ করেছে ক্রেমলিন। দাবি করা হয়েছে, এতে পর্যটন, শিক্ষা ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। সফরের আগে ইউক্রেনে মস্কোর যুদ্ধকে ‘দৃঢ়ভাবে সমর্থন’ দেওয়ার জন্য পিয়ংইয়ংয়ের প্রশংসা করেন পুতিন।
সূত্র: আল জাজিরা