ইউক্রেন যুদ্ধে পুতিনকে সমর্থন দিলেন কিম জং-উন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৪, ০৪:৪৩ পিএম

ইউক্রেন যুদ্ধে পুতিনকে সমর্থন দিলেন কিম জং-উন

পুতিনকে উষ্ণ আলিঙ্গন করেন কিম জং-উন। ছবি: বিবিসি

দুই বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অকুণ্ঠ সমর্থন করছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালেই সাফ জানিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এজন্য তাকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন পুতিন।

হ্যানবক নামে উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাকে একজন নারী স্বাগত জানান পুতিনকে। ছবি: এপি

বুধবার (১৯ জুন) স্থানীয় সময় সকালে পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর স্বাগত অনুষ্ঠান শেষে এক আনুষ্ঠানিক আলোচনায় এসব কথা বলেন তারা।

আরও পড়ুন: ৩ লক্ষ্যে উত্তর কোরিয়া সফরে পুতিন

কিম বলেন, “ইউক্রেনে রাশিয়ার অভিযানকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া।”

বুধবার স্থানীয় সময় সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। ছবি: রয়টার্স

এর আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, দুই দেশই ‘নতুন সমৃদ্ধির’ সময়ে প্রবেশ করছে।

পিয়ংইয়ংয়ে কুমসুসান রাষ্ট্রীয় অতিথি ভবনে রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। ছবি: এএফপি

সবশেষ ২০০০ সালে পিয়ংইয়ং সফরে যান পুতিন। সে সময় তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে প্রথমবারের প্রেসিডেন্টের মেয়াদ শুরু করেছিলেন। অন্যদিকে গত বছর সেপ্টেম্বরে মস্কো সফরে যান কিম জং-উন। তখন কোরীয় এই নেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। সেই সফরেই পুতিনকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন কিম। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় পুতিনকে লালগালিচা সংবর্ধনা এবং অভ্যর্থনা জানান কিম জং-উন।

এই সফরকে ‘বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র সফর’ বলে উল্লেখ করেছে ক্রেমলিন। দাবি করা হয়েছে, এতে পর্যটন, শিক্ষা ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। সফরের আগে ইউক্রেনে মস্কোর যুদ্ধকে ‘দৃঢ়ভাবে সমর্থন’ দেওয়ার জন্য পিয়ংইয়ংয়ের প্রশংসা করেন পুতিন।

সূত্র: আল জাজিরা

Link copied!