আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলার শুনানি শুরু হবে। ডিসেম্বরে তেল আবিবের বিরুদ্ধে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা।
আবেদনে দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, ১৯৪৮ সালের জাতিসংঘ জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এতে বলা হয়, ব্যাপকসংখ্যক বেসামরিক নাগরিক হত্যা, গণহারে বিতাড়ন, বাড়িঘর ধ্বংস করা এবং ফিলিস্তিনিদের বর্বর হিসেবে চিত্রিত করে তারা সমষ্টিগত শাস্তি পাওয়ার যোগ্য—এ মর্মে কিছু ইসরায়েলি নেতার বিবৃতি এ সব কিছু গণহত্যা এবং তার অভিপ্রায়েরই প্রমাণ। মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় খাদ্য সরবরাহে বাধা দেওয়া এবং অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের জরুরি স্বাস্থ্যসেবা ধ্বংসের অভিযোগও তুলে ধরেছে দক্ষিণ আফ্রিকা। আজ আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলার প্রথম অংশের কাজ শুরু হবে।
এতে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং সেখানে নির্বিচার বোমাবর্ষণ বন্ধ করতে বিশেষ জরুরি অনুরোধের প্রতি নজর দেওয়া হবে। এই বিষয়ে কয়েক সপ্তাহের মধ্যে অভিমত জানাতে পারেন আদালত। তবে ইসরায়েল গাজায় গণহত্যা সংঘটিত করেছে কি না তা বিধি অনুযায়ী নির্ধারণে আদালতের কয়েক বছরও লেগে যেতে পারে।