সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালাতে দরকার ঐকমত্য। সবার সম্মতি। এনডিএ সেটাই করে দেখাচ্ছে বলে জোটকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় “জোটবদ্ধতার ক্ষেত্রে এনডিএর মতো সাফল্য অন্য কারও নেই” বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (৭ জুন) পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে এনডিএ জোটের জয়গান গাইতে শোনা যায় তাকে। একটানা ১২ মিনিটের ভাষণে নিজের বা বিজেপির নাম মুখে না এনে ৩৯ বার এনডিএ জোটের কথা বলে গেছেন নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি বলেন, “এই জোট ক্ষমতার জন্য একত্র হওয়া দলগুলোর জোট নয়, এটা একটা সহজাত জোট। অটল বিহারি বাজপেয়ী, প্রকাশ সিং বাদল, বালাসাহেব ঠাকরে, জর্জ ফার্নান্দেজ, শরদ যাদবেরা এই জোটের বীজ বুনেছিলেন। আজ তা মহীরুহ।”
তিনি আরও বলেন, “দেশবাসী ও আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন, তা পালন করা আমার কর্তব্য।”
ভারতের প্রধানমন্ত্রী বলেন, “এনডিএর আদর্শ ও নীতি হলো ‘সর্বপন্থা সমভাব’; অর্থাৎ সবাই সমান। আমরা সেই নীতিতে বিশ্বাস রেখে চলেছি। আগামী দিনেও এগিয়ে যাবো।”
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শুধু নিজের কথাই শোনা গেছে। জোটকে এতদিন সামনে আনেননি। যে নরেন্দ্র মোদি এক সপ্তাহ আগেই ‘মোদি সরকার’, ‘মোদি গ্যারান্টি’- এইসব কথা বলে গেছে, সেই মোদিই এখন জোটের প্রশংসা করছেন। গত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এখন তার মুখেই শোনা যাচ্ছে ‘জোট-মাহাত্ম্যের কথা’।
সূত্র: আনন্দবাজার