পাপুয়া নিউ গিনিতে ভূমিধস

জীবিত সমাহিত দুই হাজারের বেশি লোক

এএফপি

মে ২৭, ২০২৪, ০৮:২০ এএম

জীবিত সমাহিত দুই হাজারের বেশি লোক

ছবি: আল জাজিরা

দুই দিন আগে পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে দুই হাজারেরও বেশি লোক জীবিত সমাহিত হয়েছে বলে খবর এসেছে। দেশটির কর্তৃপক্ষ এমনই খবর জাতিসংঘকে দেওয়া চিঠিতে তুলে ধরেছে।

এএফপির হাতে আসা ওই চিঠিতে বলা হয়, ভূমিধসের ঘটনায় গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ফরাসি বার্তা সংস্থাটি জানায়, সোমবার সকালে জাতিসংঘ কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়। সেখানে বলা হয়েছে, ‘ভূমিধসে ২ হাজারেরও বেশি লোক জীবিত সমাহিত হয়েছে এবং এই ভূমিধস বড় ধরনের ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে।’

পাপুয়া নিউ গিনির জাতীয় দুর্যোগ কেন্দ্র রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত জাতিসংঘকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাপুয়া নিউ গিনির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে তাতে সেখানকার ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাওকালাম নামে একটি গ্রামের।

চিঠিতে আরও বলা হয়, পোরগেরা মাইনে যাওয়ার প্রধান মহাসড়কটি ‘সম্পূর্ণভাবে অবরুদ্ধ’।

বলা হয়, ‘পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়ে গেছে। কারণ ল্যান্ডস্লিপটি ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে, আর এটি উদ্ধারকারী দল ও বেঁচে থাকা বাসিন্দা উভয়ের জন্যই বিপজ্জনক।’

Link copied!