মস্কোয় হামলা: চোখ বেঁধে আদালতে আনা হয়েছে গ্রেপ্তারকৃত চার ব্যাক্তিকে

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২৪, ০১:০২ পিএম

মস্কোয় হামলা: চোখ বেঁধে আদালতে আনা হয়েছে  গ্রেপ্তারকৃত চার ব্যাক্তিকে

ছবি: রয়টার্স

রাশিয়ার মস্কোয় হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজন চার ব্যক্তির তিনজনকে চোখ বেঁধে ও একজনকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এ প্রকাশিত এক ভিডিও চিত্রে এই দৃশ্য দেখা যায়। এই চারজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড সংঘটনের অভিযোগ আনা হয়েছে। 
কর্তৃপক্ষ জানিয়েছে, এ চারজন গত শুক্রবার মস্কোর এক কনসার্ট হলে হামলা চালিয়ে অন্তত ১৩৭ জনকে হত্যা করেছেন।
এদিকে ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় দায় স্বীকার করে ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস। এতে দেখা যায়, ক্রোকাস সিটি হলে গানের অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজনের ওপর নির্বিচার গুলি চালাচ্ছেন হামলাকারীরা। এতে অনেকে মেঝেতে লুটিয়ে পড়ছেন। একপর্যায়ে এক বন্দুকধারীকে বলতে শোনা যায়, ‘তাদের মেরে ফেলো, কোনো দয়া দেখিয়ো না।’

Link copied!