পুত্র নিখোঁজের ৭ বছর পর ভিক্ষুকের বেশে ফিরে পেলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৩, ০৬:২৬ পিএম

পুত্র নিখোঁজের ৭ বছর পর ভিক্ষুকের বেশে ফিরে পেলেন মা

ছবি: সংগৃহীত

মুস্তাকিম খালিদ নামে এক পাকিস্তানি পুলিশ সদস্য ২০১৬ সাল থেকে নিখোঁজ ছিলেন  । অবশেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির মোহরি চক এলাকায় তাঁকে ভিক্ষারত অবস্থায় দেখতে পান তাঁর মা শাহিন আক্তার।

শাহিন আক্তার তাঁর পুত্রকে খুঁজে পাওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে এই ঘটনার জের ধরে ৩ নারীসহ একটি ভিক্ষুক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। 

এই চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।এমনটাই ডন নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবরে জানিয়েছে।

শাহিন আক্তারের ধারণা, ভিক্ষুক চক্রের সদস্যরা তাঁর ছেলেকে বন্দী করে নিয়মিত মারধর ও ইনজেকশন পুশ করেছে। ২০১৬ সালে নিখোঁজ হওয়ার আগে টাইফয়েড জ্বরের কারণে পুলিশ সদস্য মুস্তাকিম কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

মুস্তাকিমের মা নিখোঁজের পর একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। এতে তিনি উল্লেখ করেছিলেন বিষন্নতার কারণে তাঁর ছেলে প্রায় সময়ই বাড়ি থেকে বের হয়ে যেতো। যদিও পরে গ্রামের মানুষেরা তাঁকে আবার বাড়িতে ফিরিয়ে আনতো। তবে ২০১৬ সালে বাড়ি ছেড়ে যাওয়ার পর মুস্তাকিম আর ফিরে আসেননি।

শাহিন আক্তারের ভাষ্যমতে তিনি দেখতে পান একটি ভিক্ষুক চক্রের তিন নারী ও দুই পুরুষ মোস্তাকিমের অক্ষমতাকে কাজে লাগিয়ে তাঁকে জোর ভিক্ষা করতে বাধ্য করেছিল। এ সময় শাহিন আক্তার পুত্রকে জড়িয়ে ধরলে ভিক্ষুক চক্রের সদস্যরা তাঁকে মারধর ও লাঞ্ছিত করে।

এ বিষয়ে একটি মামলায় শাহিন আক্তার অভিযোগ করেছেন, মুস্তাকিমকে অপহরণের পর জোর করে ভিক্ষা করিয়েছে চক্রের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতার হওয়া চারজনের মধ্যে ভিক্ষুক চক্রটির প্রধান ওয়াহিদও আছেন।  

গ্রেফতার  হওয়া বাকি ৩ নারীর মধ্যে দুজনই ওয়াহিদের সহোদর বোন। চক্রটির আরও কয়েক সদস্যকে  গ্রেফতার  করতে অভিযান চলছে।

Link copied!