ইরানে পর্বতারোহী বহনকারী বাস খাদে; ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৭, ২০২৩, ০৪:১৩ পিএম

ইরানে পর্বতারোহী বহনকারী বাস খাদে; ১০ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

ইরানে মিনিবাস সড়ক থেকে গিরিখাতে পড়ে অন্তত ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ বলছে, শুক্রবার পর্বতারোহীদের বহনকারী একটি বাস পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

পর্বতারোহীদের বহনকারী মিনিবাসটি সড়ক থেকে উল্টে গিরিখাতে পড়ে যাওয়ায় ১০ জন নিহত হয়েছেন বলে প্রদেশের জরুরি সেবা সংস্থার মুখপাত্র ভাহিদ শাদিনিয়া জানিয়েছেন।

পূর্ব আজারবাইজান প্রদেশের এক কর্মকর্তা বলেছেন, মিনিবাসটি পাহাড়ি অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় অজানা কারণে উল্টে গিরিখাতে পড়ে যায়।

ইরানের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উচ্চ হারের তালিকায় রয়েছে দেশটি। চালকদের গাড়ি চালনার তুলনামূলক কম অভিজ্ঞতা বা নিম্নমানের যন্ত্রাংশের কারণে প্রায়ই দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Link copied!