যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন মুজিব-দৌহিত্রী টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৪, ০৪:৫৫ পিএম

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন মুজিব-দৌহিত্রী টিউলিপ

টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের এই রাজনীতিবিদ নগরমন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতেরও তত্ত্বাবধান করবেন বলে জানা গেছে।

২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরির নেতৃত্ব দিয়ে আসছেন টিউলিপ সিদ্দিক (৪১)। তবে নগরমন্ত্রী হিসেবে তার নিযুক্তির বিষয়টি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি।

এর আগে ২০১৫ সালে প্রথম হ্যাম্পস্টেড-কিলবার্ন আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ। ২০১৭ ও ২০১৯ সালের নির্বাচনেও একই আসন থেকে জয় পান তিনি। একই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী ১ হাজার রাজনীতিবিদের তালিকায় ‍উঠে আসে তার নাম।

টিউলিপ সিদ্দিক

গত সপ্তাহে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। দলটি থেকে টানা চতুর্থবার জয়ী হয়েছেন টিউলিপ। ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতায় ফেরে লেবাররা। নতুন সরকারের প্রধানমন্ত্রী দলটির নেতা কিয়ের স্টারমার ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাচেল রেভেস। যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সম্প্রতি ‘ন্যাশনাল মিশন’ নামে একটি কর্মসূচিও ঘোষণা করেছেন নতুন অর্থমন্ত্রী।

জানা গেছে, নগরমন্ত্রী হিসেবে বিম আফোলামিরের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। এইচএসবিসির সাবেক ব্যাংকার আফোলামি কনজারভেটিভ সরকারের সময়কার মন্ত্রী।

সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স

Link copied!