ব্রিকসে আসবে নতুন সদস্য; ৫ নেতার সম্মতি

ফারহানা জিয়াসমিন

আগস্ট ২৪, ২০২৩, ০৯:৪৬ এএম

ব্রিকসে আসবে নতুন সদস্য; ৫ নেতার সম্মতি

সংগৃহীত ছবি

চলমান ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের সবচেয়ে আলোচিত বিষয় নতুন সদস্যের অন্তর্ভুক্তি। ৪০টিরও বেশি দেশ ব্রিকসে অংশ নিতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ২২টি দেশ।

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে প্রথমদিনে ব্রিকসের সম্প্রসারণে নতুন সদস্য গ্রহণের বিষয়টি বিবেচনার জন্য সম্মত হয়েছেন ব্রিকস গঠনকারী পাঁচটি উন্নয়নশীল দেশগুলোর নেতারা।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত উবুন্টু রেডিওতে পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর বলেন, আমরা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছি। ব্রিকসে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর সদস্যপদ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য আমরা একটি নির্দেশিকা, নীতি ও প্রক্রিয়াগুলো নির্ধারণ করেছি। এটি খুব ইতিবাচক।

প্যান্ডর আরও বলেন, বৃহস্পতিবার শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগে ব্লকের নেতারা সম্প্রসারণের বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা করবেন। 

উন্নয়নশীল গ্লোবাল সাউথের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিকস। তবে ব্লকের সদস্যরা প্রকাশ্যে সম্প্রসারণের প্রতি সমর্থন জানালেও কীভাবে এবং কত দ্রুত তা  করা হবে তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। 

Link copied!