নেই বাইডেন, সতর্ক ইরান

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ০৯:৫২ এএম

নেই বাইডেন, সতর্ক ইরান

ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল এবার ইরানে পাল্টা হামলা চালাতে পারে। বিশ্ব গণমাধ্যমে এই আশঙ্কার কথা ঘুরেফিরে এলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন ভিন্ন কথা।

গতকাল শনিবার মধ্যরাতে ইরানের হামলার পর পরই নেতানিয়াহুকে ফোন করেন বাইডেন। ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। কিন্তু ইরানে হামলা করলে সমর্থন উঠিয়ে নেওয়ার হুঁশিয়ারিও দেন মার্কিন এই প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কায় আছে তেহরান কর্তৃপক্ষ। তারাও বেশ সতর্ক অবস্থানে আছে।

আরও পড়ুন: ইসরায়েলে পাল্টা হামলার পর উচ্চ সতকর্তায় ইরান

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গতকাল শনিবার রাতে ইসরায়েলে ইরানি হামলা শুরুর পর পরই বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ হয়। তখন বাইডেন ইসরায়েলের প্রতি সহমর্মিতা জানান। একই সঙ্গে সাফ জানিয়ে দেন, ইরানে পাল্টা হামলা করতে যুক্তরাষ্ট্র চাইলে সমর্থন করবে না।

সূত্র: এক্সিওস, সিএনএন

Link copied!