বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতা : দিল্লি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৫:২৭ পিএম

বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতা : দিল্লি হাইকোর্ট

২০০৪ সালের একটি মামলায় এই রায় দেন দিল্লি হাইকোর্ট।

বিয়ের পর যৌন সম্পর্কে সঙ্গীর ইচ্ছাকৃত অসম্মতি নিষ্ঠুরতার শামিল বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। দেড় যুগের বেশি সময় আগে মামলাটি হয়েছিল। বিয়ের ৩৫ দিন পর দিল্লি হাইকোর্টে বিচ্ছেদের মামলা করেছিলেন এক দম্পতি। সে মামলায় গত সোমবার রায় ঘোষণার সময় ওই মন্তব্য করেন আদালত।

জানা যায়, মঙ্গলবার একটি চাঞ্চল্যকর রায়ে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিলো-বিয়ের পর স্বামী বা স্ত্রী যদি যৌন সম্পর্ক স্থাপনে অনীহা প্রকাশ করেন তাহলে তা নিষ্ঠুরতার শামিল হবে এবং বিবাহ বিচ্ছেদের পর্যাপ্ত কারণ হিসেবে গণ্য হবে।

দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি জিতেন্দ্র কুমার কাইত এবং নিনা বনশল এই আদেশ দেন ২০০৪ সালের একটি মামলায়।

হিন্দু আইন অনুযায়ী এই দম্পতির বিয়ে হয়েছিল। পঁয়ত্রিশ দিন তারা একই ছাদের নিচে বসবাস করেছিলেন। কিন্তু স্ত্রীর আপত্তিতে স্বামী যৌন সংসর্গ করতে পারেননি। পয়ত্রিশ দিন পর স্ত্রী তার বাপের বাড়িতে চলে যান। স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেন। উনিশ বছরে কেন এই মামলার নিষ্পত্তি হয়নি সেই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চ ডিভোর্স মঞ্জুর করে।

এই মামলার পর্যবেক্ষণে বলা হয়, স্ত্রীর অসম্মতির কারণে এই বিয়ে পূর্ণতা পায়নি। এই স্ত্রী, যিনি কিনা পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য হয়রানির অভিযোগ করেছেন, সেটির প্রমাণ পাওয়া যায়নি।

Link copied!