এপ্রিল ১, ২০২৪, ০৫:১২ পিএম
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন এবং ৯ এপ্রিল সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন চাঁদের জন্ম ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে হবে। সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যাবে।
আরও বলা হয়, ৯ এপ্রিল পাকিস্তানের বেশির ভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে।
সূত্র: জিও নিউজ