অক্টোবর ২৫, ২০২৩, ১০:০০ এএম
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আবারও গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে আন্তোনিও গুতেরেস এ কথা বলেন।
তিনি বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ দূর করতে, মানবিক সহায়তা সহজে ও নিরাপদে বিতরণ করতে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।’
তিনি হামাসকে ৭ অক্টোবর আটক জিম্মিদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য ত্রাণ সংস্থাগুলো যাতে অবাধে প্রবেশ করতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।