ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৪:২০ এএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ থেকে পিছু হটলে খুন হতে পারেন। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক গত সোমবার এ দাবি করেছেন। ইলন মাস্ক তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (সাবেক টুইটার) আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
এনডিটিভি জানিয়েছে, একটি ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের মুখোমুখি হয়ে ইলন মাস্ক বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরে আসলে তাকে হত্যা করা হতে পারে। নিজের স্বার্থে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভিডিও কনফারেন্সে রিপাবলিকান সিনেটর রন জনসন, জেডি ভ্যান্স ও মাইক লি উপস্থিত ছিলেন। এছাড়া রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট মনোনয়নের সাবেক প্রার্থী বিবেক রামাস্বামীও উপস্থিত ছিলেন।
সভায় অভিযোগ ওঠে, মাস্কের স্যাটেলাইট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রভাবিত হয়েছে। এসময় মাস্ক জানান, তার প্রতিষ্ঠান স্পেসএক্স ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট সেবা দিচ্ছে। তার মূল লক্ষ্য চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের প্রাণহানি বন্ধ করা।