আগস্ট ১৭, ২০২৩, ১১:৪১ পিএম
ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে রাশিয়ার ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞায় দেশটি আরও ধনী হয়েছে, আর যুক্তরাষ্ট্র গরীব হয়েছে বলে মন্তব্য করেছেন করেছেন দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য মার্জোরি টেলর গ্রিন (আর-জিএ)।
শুধু তাই নয়, ইউক্রেনে অর্থ প্রদান বন্ধ করার জন্য তিনি মার্কিন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন।স্থানীয় সময় বুধবার এক্স (সাবেক টুইটার) পেজে তিনি এমন মন্তব্য করেছেন।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস’র প্রতিবেদনে বলা হয়, ‘মার্জোরি টেলর বলেন, যুক্তরাষ্ট্র ১১৩ বিলিয়ন ডলার পাঠিয়েছে এবং ইউক্রেনের সরকারকে প্রতি মাসে ১ বিলিয়ন ডলার পাঠায় এবং বাইডেন আরও ২০ বিলিয়ন ডলার দিতে চান। তবুও রাশিয়া আরও ধনী হচ্ছে এবং যুক্তরাষ্ট্র অর্থ দিয়ে গরিব হচ্ছে!!! মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের জন্য আর অর্থ নেই।
এর আগে, ২০২২ সালে মার্কিন সম্পদ ৫৯০ হাজার কোটি ডলার কমলেও রাশিয়ার ৬০ হাজার কোটি বৃদ্ধি পেয়েছে বলে সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংক তাদের প্রতিবেদনে জানিয়েছিল।