পুতিন-সালমান ফোনালাপ

তেল উৎপাদন আরও কমাবে সৌদি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৬:২৪ পিএম

তেল উৎপাদন আরও কমাবে সৌদি

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার(৬ আগস্ট) একটি ফোনালাপে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিদিন ১০ লাখ ব্যারেল করে তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব । দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সরকারি সূত্রের বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত জুলাই মাসে থেকে কার্যকর হওয়া এই নীতি ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। অর্থাৎ এ বছররের বাকি মাস গুলোতে ক্রমাগত দৈনিক ১০ লাখ ব্যারল করে তেল উৎপাদন কমাবে জ্বলানি বাজারের অন্যতম প্রভাবক দেশটি। ফলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সৌদি আরবে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল করে তেল উৎপাদন হবে।

সৌদি প্রেস এজেন্সি বলেছে, প্রতি মাসেই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এবং সেই প্রক্ষিতে উৎপাদন বাড়ানো বা  কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে । চলতি বছরের এপ্রিলে ঘোষিত এই উৎপাদন সংকোচন নীতি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্তও চলতে থাকবে।

অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে  সৌদি আরবের আগ্রহ এবং ব্রিকস দেশগুলোর সাথে সহযোগিতার আকাঙ্ক্ষা নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে ।

Link copied!