ইতালির উপকূলে জাহাজডুবি, ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৯, ২০২৩, ০৫:০৮ পিএম

ইতালির উপকূলে জাহাজডুবি, ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সংগৃহীত ফাইল ছবি

আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত তিউনিসিয়া থেকে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে দেশটির লাম্পেদুসার উপকূলে একটি জাহাজডুবির ঘটনায় ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।  জাহাজডুবিতে বেঁচে যাওয়াদের বরাত দিয়ে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার তিউনিসিয়ার বন্দর শহর স্ফ্যাক্স থেকে ইতালির উদ্দেশে ছেড়ে আসা ওই জাহাজ ডুবে গেলে বেঁচে যাওযা চার অভিবাসনপ্রত্যাসী  স্থানীয় গণমাধ্যমকে এ বিষয়ে অবহিত করেন।

উদ্ধার হওয়া ওই চার অভিবাসনপ্রত্যাসী জানান, তারা একটি ছোট জাহাজে করে তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ঝড়ো হাওয়ার কবলে পড়ে তাদের জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে তিন শিশুসহ মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাসী ছিলেন। গত সপ্তাহের বৃহস্পতিবার তাদের জাহাজ স্যাফাক্স থেকে রওনা হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায়।

উদ্ধার হওয়া ওই চার অভিবাসনপ্রত্যাসী আরও জানায়, একটি মালবাহী জাহাজ তাদের উদ্ধার করার পর ইতালির কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।
ইতালির কোস্টগার্ড গত রবিবার ওই এলাকায় দুটি জাহাজডুবির কথা জানিয়েছিল। এ অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।

তিউনিসিয়ার বন্দর শহর স্ফ্যাক্স থেকে ইতালির লাম্পেদুসা সাগরপথে মাত্র ১৩০ কিলোমিটার দূরে। উন্নত জীবন ও নিরাপত্তার জন্য ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি একটি জনপ্রিয় বহির্গমন পথ হয়ে উঠেছে। জীবনের মৃত্যুঝুঁকি রয়েছে জেনেও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকেরা ভাগ্য বদলাতে ইউরোপের দেশ ইতালিতে যাওয়া জন্য এই ভূমধ্যসাগর রুট ব্যবহার করেন।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)সবশেষ তথ্য অনুযায়ি চলতি বছর এই ঝুঁকিপূর্ণ রুটটিতে ইতালি যাওয়ার পথে এক হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মৃত্যুবরণ করেন। গত বছর মৃত্যু হয় ৯ শতাধিক অভিবাসনপ্রত্যাশীর।

Link copied!