তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫৩

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৫, ১১:৪৮ এএম

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫৩

ছবি: সংগৃহীত

চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে খুবই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

ইউএসজিএস জানায়, মঙ্গলবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে আর আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন।

এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ওই এলাকার নিকটবর্তী শিগেইস বিভাগের ডিংরি কাউন্টিতে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। ডিংরির চাংসুও শহরে টংলাই এলাকায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে।

শিগেইস বিভাগের কেন্দ্রীয় শহর শিগেইস তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর, এটি শিগাৎসি নামেও পরিচিত। লাসা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণপমশ্চিমের এ শহরটি তিব্বতের দ্বিতীয় পবিত্রতম শহর এবং পাঞ্চেন লামার বাসস্থান। ভূমিকম্পে এই শহরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিংরি কাউন্টির প্রধান সিনহুয়াকে জানিয়েছেন, ভূমিকম্পটি তাদের কাউন্টিতে প্রবলভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হিসাব করতে স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন শহরে উপস্থিত হচ্ছে বলে সিনহুয়া জানিয়েছে।

ভূমিকম্পটি প্রতিবেশী নেপাল ও ভারতের উত্তরাঞ্চলেও অনুভূত হয়েছে।

Link copied!