হামাস ধ্বংসে সুড়ঙ্গে পানি ঢেলে সফলতা : ইসরায়েল

আল-জাজিরা

ডিসেম্বর ১৫, ২০২৩, ০২:২৩ পিএম

হামাস ধ্বংসে সুড়ঙ্গে পানি ঢেলে সফলতা : ইসরায়েল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুড়ঙ্গগুলো সাগরের পানি ভরে ধ্বংস করার কাজ শুরু করেছে ইসরায়েল। এ অভিযানে ‘সফলতা’ পেতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সফলতার দাবি করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ‘টাইমস অব ইসরায়েল।’

তবে এ অভিযানে ইসরায়েলি বাহিনী ঠিক কী ধরনের সফলতার দেখা পেয়েছে, তা স্পষ্ট করে বলা হয়নি।

যদিও অনেকেরই সন্দেহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সুড়ঙ্গগুলো ধ্বংসে সাগরের পানি ভরার এই কৌশল আদতে কতটা কার্যকর হতে পারে।

অন্যদিকে হামাসের হাতে জিম্মিরা যদি এসব সুড়ঙ্গে থাকেন, তাহলে পানি ভরার পর তাঁদের কী অবস্থা হতে পারে, সেটা নিয়েও অনেকের আতঙ্ক রয়ে গেছে।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের সুড়ঙ্গের যে বিশাল গোলকধাঁধা আছে, সেখানে সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।

আরেক মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজও পরে একই রকমের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পানি ঢালার এ প্রক্রিয়া সীমিত আকারে চালানো হচ্ছে বলে মনে করা হয়। কারণ, কৌশলটির কার্যকারিতা মূল্যায়ন করছে ইসরায়েল।

গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রয়েছে। সেখানে পণ্য ও ব্যক্তির প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার জন্য ইসরায়েলের অনুমতি দরকার হয়। এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা-নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ উপায় এসব সুড়ঙ্গ। যদিও ইসরায়েল দাবি করে, হামাসের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনার অন্যতম কেন্দ্র সুড়ঙ্গগুলো।

Link copied!