অঘোষিত সফরে কানাডা পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রথম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কানাডা সফরে গেলেন দেশটির প্রেসিডেন্ট। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সহায়তা যেন আরও জোরালো হয় সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সহায়তা চাইবেন তিনি।
গত শুক্রবার (২২শে সেপ্টেম্বর) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি বৃহস্পতিবার রাতে কানাডা এসেছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে কানাডা গেছেন।
ওয়াশিংটন থেকে সরাসরি অটোয়ায় বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এটাই জেলেনস্কির প্রথম কানাডা সফর। যুদ্ধ চলাকালীন সময়ে আর সফরে যান নি তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে জেলেনস্কি ওয়াশিংটন থেকে অটোয়াতে পৌঁছান। এর আগে ওয়াশিংটনে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেছেন।
কানাডায় একটি বড় ইউক্রেনীয় সম্প্রদায় থাকায় কানাডার সরকার এর আগে অঙ্গীকার করেছিলো, যতদিন রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেন যুদ্ধ করে যাবে, ততদিন তারা পাশে থাকবে কিয়েভের।
জেলেনস্কি ট্রুডোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন শুক্রবার। এরপর কানাডার অটোয়ায় পার্লামেন্টে বক্তব্য দেবেন তিনি।
এছাড়াও জেলেনস্কি ও ট্রুডো টরন্টোতে বাণিজ্য খাতের নেতা ও সেখানে বসবাসরত ইউক্রেনীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।