ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখতে বললেন ভারতের সুপ্রিম কোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:২৪ এএম

ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখতে বললেন ভারতের সুপ্রিম কোর্ট

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের  তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কে সরগরম রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে ভারতীয় সুপ্রিম কোর্ট রাজনীতি থেকে ভগবানকে দূরে রাখার নির্দেশ দিলেন। খবর এনডিটিভির।

সোমবার (৩০ সেপ্টেম্বর) লাড্ডু বিতর্কের ওপর দায়ের করা তিনটি পিটিশনের শুনানির সময় এই নির্দেশ দেন ভারতীয় সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের একটি বেঞ্চে এসব পিটিশনের শুনানি হয়েছে।

আজকের শুনানিতে বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপনের পাশাপাশি তীক্ষ্ণ পর্যবেক্ষণ দিয়েছেন সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত বলেছেন, লাড্ডু তৈরির ঘি-তে পশুর চর্বি মেশানো হয়েছে তার সুনির্দিষ্ট প্রমাণ নেই। যদি এতে সত্যিই চর্বি মেশানো হয় তাহলে এই ঘি দিয়েই যে লাড্ডু তৈরি করা হয়েছে তারও কোনো প্রমাণ নেই। এ ছাড়া আদালত এ বিষয়ে চলমান তদন্ত ও ‘মিথ্যা ইতিবাচক’ পরীক্ষার ব্যাপারেও সতর্ক করেছেন।

আদালত এই বিতর্কিত ইস্যুতে প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ওপরও চড়াও হয়েছেন। বিশেষ করে এই ইস্যুতে জনসম্মুখে তার বক্তব্য নিয়ে।

Link copied!