যুক্তরাষ্ট্র একাই বিক্রি করেছে বিশ্বের অর্ধেক অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৩, ০৪:৩১ পিএম

যুক্তরাষ্ট্র একাই বিক্রি করেছে বিশ্বের অর্ধেক অস্ত্র

২০২২ সালে অন্তত ৫৯৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মধ্যে অর্ধেকেরও বেশি অস্ত্র একা বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। 

সোমবার সুইডেনভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) ২০২২ সালের বৈশ্বিক অস্ত্র উৎপাদন ও ব্যবসায়সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সে প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ ১০০ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ৪২টি প্রতিষ্ঠান অস্ত্র বিক্রি করেছে ৩০২ বিলিয়ন ডলারের।

এসআইপিআরআইয়ের প্রতিবেদন আরও বলা হয়েছে, বিগত বছরগুলোর তুলনায় লাভ তুলনামূলক কমে গেলেও বিশ্বের অস্ত্রের বাজারে এখনো শীর্ষে আছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আগের বছরের তুলনায় ২০২২ সালে মার্কিন অস্ত্র বিক্রি কমেছে ৭ দশমিক ৯ শতাংশ। তারপরও গত বছর মার্কিন প্রতিষ্ঠানগুলো ৩০২ বিলিয়ন ডলারে অস্ত্র বিক্রি করেছে। তবে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোও কম যায় না। গত বছর ইউরোপের ২৬টি প্রতিষ্ঠান অস্ত্র বিক্রি করেছে ১২১ বিলিয়ন ডলারের।

স্টকহোমভিত্তিক প্রতিষ্ঠানটির মতে, ২০২২ সালে আগের বছরের তুলনায় অস্ত্র বিক্রি কমেছে সাড়ে ৩ শতাংশ। বিশ্বজুড়ে অস্ত্র বিক্রিতে ভাটা পড়ার অন্যতম মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কমে যাওয়া। সরবরাহ চেইনে সমস্যা ও শ্রমিক ঘাটতির পাশাপাশি করোনাভাইরাসের প্রভাবে কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হয়নি। তবে ২০১৫ সালের তুলনায় ২০২২ সালে অস্ত্র বিক্রি বেশি হয়েছে প্রায় ১৪ শতাংশ।  

এসআইপিআরআইয়ের প্রতিবেদনে দেখা যায়, অস্ত্রের উৎপাদনে যুক্তরাষ্ট্র ও ইউরোপ কিছুটা পিছিয়ে গেলেও এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রের ব্যবসা বেশ ফুলেফেঁপে উঠেছে। স্বল্প সময়ের নোটিশে এই অঞ্চলের অস্ত্র উৎপাদক দেশগুলোর সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এ ছাড়া রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থাকার পরও বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে রাশিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠানও জায়গা করে নিয়েছে।

Link copied!