মার্চ ৫, ২০২৫, ১২:২৬ পিএম
ছবি: সংগৃহীত
দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর মার্কিন কংগ্রেসে প্রথম ভাষণ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার পর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভাষণ দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভাষণের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমেরিকা ইজ ব্যাক। আমরা নতুন করে শুরু করেছি। এই কদিনে যা করে দেখিয়েছি তা অনেকে বিগত চার বছরেও পারেননি।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দাক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছিলাম। মার্কিন সেনা এবং বর্ডার পেট্রল টিম মোতায়েন করেছিলাম। মারাত্মক কাজ করেছে তারা। ফলস্বরূপ গত মাসে অবৈধ অনুপ্রবেশ ছিল সবচেয়ে কম। জো বাইডেনের সময়ে এক মাসে শত শত অবৈধ অনুপ্রবেশ ঘটেছে সীমান্তে।’
আমেরিকায় বাক্স্বাধীনতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এ ছাড়া সরকারি সেন্সরশিপের অবসান ঘটানো হবে বলে জানিয়েছেন তিনি।
ভাষণে ট্রাম্প আরও জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। চিঠিতে জেলেনস্কি জানিয়েছেন, ‘শান্তি প্রতিষ্ঠায় আলোচনার টেবিলে বসতে তিনি রাজি আছেন।’
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার নেওয়া একের পর এক সিদ্ধান্ত আলোচনার সৃষ্টি করেছে।