গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন আল জাজিরা আরবি বিভাগের ইসমাইল আল-গউল ও তার ক্যামেরাপারসন (চিত্রগ্রাহক) রামি আল-রিফি।
বুধবার (৩১ জুলাই) পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা পরিচালনা করে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার সদ্যপ্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনের কাছে এই হামলার ঘটনা ঘটে। এর আগে বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন দেহরক্ষীসহ নিহত হন ইসমাইলি হানিয়া।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা নিহত
যখন ইসমাইল ও রামির ওপর হামলা চালানো হয়, দুজনই ‘প্রেস’ লেখা ভেস্ট পরেছিলেন। তাদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, সেটাও চিহ্নিতের ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন।
ফোনে দুজন বলেছিলেন, তারা যেখান থেকে সংবাদ সংগ্রহ করছিলেন, তার কাছেই একটি বাড়িতে হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে ওই এলাকা ছাড়তে বলা হয়েছে। সে অনুযায়ী আল-আহলি আরব হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর করা হামলায় তারা দুজনই নিহত হন।
ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
স্থানীয় সময় বুধবার সকালে ইরানের তেহরানে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লাহর শীর্ষ জ্যেষ্ঠ নেতা ফুয়াদ শুকর ইসরায়েলের হামলায় নিহত হন।