এ বছর হেরে যেতে পারে ইউক্রেন

বিবিসি

এপ্রিল ১৩, ২০২৪, ০৪:৩৯ পিএম

এ বছর হেরে যেতে পারে ইউক্রেন

ছবি: সংগৃহীত

হারতে বসেছে ইউক্রেন? পরাক্রম মস্কোর অধীনেই কি তবে যেতে চলেছে কিয়েভ? সম্ভবত তাই। মনে হচ্ছে, ২০২৪ সালে রাশিয়া ইউক্রেনকে হারিয়েই ছাড়বে। এমনটাই মনে করছেন যুক্তরাজ্যের যৌথ বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল স্যার রিচার্ড ব্যারন্স।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হেরে যাওয়ার ‘গুরুতর আশঙ্কা’ আছে। এর কারণ কিয়েভ মনে করছে যে ‘তারাই জয়ী হবে’। সেই সঙ্গে এই যুদ্ধ এমন একটি অবস্থায় এসে ঠেঁকেছে যে ইউক্রেনের যোদ্ধারা এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন যে ‘কেন আমরা নিজেদের অরক্ষিত রেখে যুদ্ধ করবো এবং ত্যাগ স্বীকার করবো?’

এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি কিয়েভ কর্তৃপক্ষ।

বাস্তবতা হলো, ইউক্রেনীয় বাহিনীতে গোলাবারুদ, সেনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অপর্যাপ্ত আছে। এর আগে গত বছর পাল্টা হামলা করে রুশ অধিকৃত ভূমি পুনরুদ্ধারে ব্যর্থ হয় তারা। আর এখন আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো।

মস্কোর হামলার বিষয়টি উল্লেখ করে রিচার্ড ব্যারন্স জানান, ‘রুশ হামলার পদধ্বনি ক্রমশ স্পষ্ট হচ্ছে।’ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে বড়সড় হামলা করতে পারে। ধারণা করছি, ইউক্রেনের বেশ কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিতে পারে। অথবা এর চেয়ে আরও ব্যাপক পরিসরে কিছু।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মস্কোর স্থানীয় সময় ভোর ছয়টার দিকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থাকে নানা উত্থান-পতনের মধ্যে চলছে ইউক্রেন যুদ্ধ।

Link copied!