মার্চ ২৬, ২০২৫, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়া এবং ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের পরিধি, পদ্ধতি, কাঠামো এবং আয়োজনে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।
মঙ্গলবার, ২৬ মার্চ এ প্রস্তাব গৃহীত হয়।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক অধিবেশনে বক্তব্য দেন এবং প্রস্তাবের উপর ভোট আহ্বান করেন। এর আগে রাশিয়া বেশ কিছু সংশোধনী প্রস্তাব করেছিল যা বাংলাদেশ গ্রহণ করেনি।
পরে সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং প্রস্তাবটি ১৪১ ভোটে গৃহীত হয়। প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। তবে ১০টি দেশ ভোটদানে বিরত ছিল।
ধারণা করা হচ্ছে, এই প্রস্তাবের গৃহীত হওয়া রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে এমন এক সময়ে যখন ঢাকা সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।