এপেক সম্মেলনের আগে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও চীন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৩, ০৮:০৮ এএম

এপেক সম্মেলনের আগে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও চীন

ছবি: সংগৃহীত

সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।  মঙ্গলবার (১৪ নভেম্বর ) তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় পৌঁছান। 

জানা গেছে সম্মেলনে যোগদানের আগে বুধবার (১৫ নভেম্বর) সান ফ্রান্সিসকোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের সফররত প্রেসিডেন্ট সি বৈঠক করবেন।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৭ সালে সবশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। তিনি ছয় বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন।

অন্যদিকে, এক বছরের মধ্যে এই প্রথম বাইডেন ও সি মুখোমুখি বৈঠকে বসছেন। এই বৈঠককে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিরোধ কমানোর একটি সুযোগ হিসেবে দেখছেন মার্কিন কর্মকর্তারা।

চীনা প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি গতকাল সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

পরে তিনি উড়োজাহাজ থেকে বেরিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান। মার্কিন কর্মকর্তারা তাঁকে টারমাতে স্বাগত জানান।

ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তিনি বেইজিংয়ের সাথে স্বাভাবিক যোগাযোগ পুনরুদ্ধার করতে চান।

অন্যদিকে, বাইডেনের শীর্ষ কূটনীতিক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের হস্তক্ষেপ বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

Link copied!