ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা যদি ট্রাম্পের কথা বলি। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রতিপক্ষকে বৈধ ও অবৈধ- সম্ভাব্য সব উপায়ে নির্মূলের চেষ্টা চলছে, এটা স্পষ্ট।’
আরও পড়ুন: আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প: বাইডেন
ছয় মাস শুনানি শেষে গত বৃহস্পতিবার (৩০ মে) জুরি বোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়। আগামী ১১ জুলাই তাকে রায় শোনাবেন বিচারক। ট্রাম্পের বিরুদ্ধে রায় দেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুতর প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করেছে রাশিয়া।
সূত্র: এবিসি নিউজ