শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর গদি ছাড়লেন মাহিন্দা রাজাপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২২, ১০:৪৪ পিএম

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর গদি ছাড়লেন মাহিন্দা রাজাপক্ষে

অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার জন্য ব্যাপক বিক্ষোভ ও সমালোচনার পর তিনি পদত্যাগ করলেন। খবরটি দিয়েছে স্থানীয় অনলাইন ডেইলি দ্য মিরর।

খবরটি এমন এক সময়ে এল যখন দেশে সরকারবিরোধীদের আন্দোলনকে দমন করতে জারি আছে কারফিউ। তা অমান্য করে বিক্ষোভ করছেন সাধারণ জনতা। রাজধানী কলম্বো ও দেশের বিভিন্ন এলাকায় তাদের ওপর হামলা চালিয়েছে সরকারপন্থি সমর্থকরা।

এর আগে শনিবার প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে বড় ভাই মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগের অনুরোধ করেন। তাঁর অনুরোধে ইতিবাচক সাড়া দেন মাহিন্দা রাজাপক্ষে। মাহিন্দার পদত্যাগের পর এবার নতুন করে মন্ত্রিসভা গঠন করা হতে পারে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আবারও রাজধানী কলম্বোতে জরুরী অবস্থা জারি করা হয়েছে।  

পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে জরুরি অবস্থা জারি করা হলো। এর আগে গত শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে জরুরি অবস্থা জারি করেছিলেন। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে।

বিদেশি ঋণনির্ভর অর্থনীতি গড়ে তোলায় শ্রীলঙ্কা এখন সরকারিভাবে দেউলিয়া। বিদেশিদের কাছে দেশটির আছে ৫১০০ কোটি ডলারের ঋণ। এই ঋণ শোধ দেয়ার সামর্থ নেই তাদের। দেশটিতে প্রতিদিনই অসন্তোষ বাড়ছে। 

Link copied!