মরিসনের পরাজয়, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২২, ১১:১৬ পিএম

মরিসনের পরাজয়, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে জয় পেয়েছে লেবার পার্টি। দলটির নেতা অ্যান্থনি আলবানিজ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে হারিয়ে দিয়েছেন। বিবিসি শনিবার রাতে এক প্রতিবেদনে জানিয়েছে লেবার নেতা অ্যান্থনি আলবানিজ হচ্ছেন অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী।

শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন ৪৭টি এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে।

তবে এটি এখন পর্যন্ত স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে।

এদিকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

মরিসন বলেন, “আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় নির্বাচনে জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।”

Link copied!