অস্ট্রেলিয়ায় বন্যা কবলিত ৫০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২২, ১১:০৩ এএম

অস্ট্রেলিয়ায় বন্যা কবলিত ৫০ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ

অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিতে এ বছরে তৃতীয়বারের মতো বন্যা হয়েছে। বন্যাকবলিত হওয়ায় প্রায় ৫০ হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চার দিনের বৃষ্টিতে সিডনির বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। 

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। বন্যার কারণে এ বছর গ্রেটার সিডনি থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বড় বড় নদী রয়েছে—এমন ৫০টি এলাকা থেকে লোকজনকে সরে যেতে প্রস্তুতি রাখতে বলা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কিছু এলাকায় চার দিনে ৮০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিডনিতে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও লা নিনার প্রভাবে এই বন্যা হয়েছে। লা নিনার কারণে অস্ট্রেলিয়ায় বৃষ্টি, ঘূর্ণিঝড় ও শীত বাড়ছে।

Link copied!