আন্ডারওয়্যার পরে ভোট দিয়েছেন অস্ট্রেলিয়ার সাঁতারুরা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২২, ২০২২, ০১:৫০ এএম

আন্ডারওয়্যার পরে ভোট দিয়েছেন অস্ট্রেলিয়ার সাঁতারুরা

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়ার জনগণ। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে স্থানীয় সময় শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এবারের ভোটগ্রহণে দেখা দিয়েছে ভিন্নতা। দেশটির শত শত সাঁতারু প্যান্ট ছাড়া শুধু আন্ডারওয়্যার পরে ভোট দিতে গেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ান সাঁতারের পোশাকের ব্র্যান্ড বাডি স্মাগলার এই সপ্তাহের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আহ্বান জানিয়েছিল। এতে প্যান্ট ছাড়াই সাঁতারুদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করা হয়েছিল। এজন্য ভোটের দিন আন্ডারওয়্যার পরে #SmugglersDecide লিখে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তাদের জন্য উপহারও ঘোষণা করা হয়েছে।

বাডি স্মাগলার কোম্পানির প্রতিষ্ঠাতা অ্যাডাম লিনফোর্থ বলেছেন, “আমরা ভেবেছিলাম হয়তো একজন বা দুজন এটা করবে। কিন্তু শত শত সাঁতারু আন্ডারওয়্যার পরে ভোট দিয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”



শনিবার দেশের বেশিরভাগ অঞ্চলে ঠাণ্ডা আবহাওয়া এবং বৃষ্টি থাকা সত্ত্বেও সাঁতারের পোশাক উৎসাহীরা এই আহ্বানে সাড়া দিয়েছিলেন বলে জানান তিনি।

বাডি স্মাগলার নিশ্চিত করেছে, যারা এ ধরনের ছবি পোস্ট করবে তাদের কাছে ভাউচার পাঠানো হবে আগামীকাল সোমবার।

এবারের নির্বাচনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া-এলপিএ এর প্রধান বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিপরীতে লড়ছেন অস্ট্রেলিয়ান লেবার পার্টি-এএলপি’র নেতা অ্যান্থনি আলবানিজ। জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তন—এ দুটি ইস্যুকে এবার ভোটাররা প্রাধান্য দেবেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, এবার সামান্য ব্যবধানে জয় পেতে পারে লেবাররা। যদিও গতবারের নির্বাচনে জনমত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছিল।

Link copied!