মার্চ ২০, ২০২৩, ০৮:২৬ পিএম
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা সংশ্লিষ্ট আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক ও কৌসুলীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে মস্কো। স্থানীয় সময় সোমবার রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি ওই মামলা দায়ের করে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি’র প্রতিবেদনে বলা হয়, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, আইসিসির কৌঁসুলি করিম আহমদ খান, বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোর আইতালা এবং সার্জিও জেরার্ডো উগালদে গোডিনেজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় আন্তর্জাতিক আপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারিকে স্পষ্টত অবৈধ বলে উল্লেখ করা হয়েছে ইনভেস্টিগেটিভ কমিটির মামলায়।
জাতিসংঘের ১৯৭৩ সালের প্রোটেকশন অব ডিপ্লোম্যাটস কনভেনশন অনুযায়ী, রাষ্ট্রপ্রধানদের বিদেশি কোনো আইনে বিচার করার কোনো সুযোগ নেই। তাদের ওই অবস্থা থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে বলেও ইনভেস্টিগেটিভ কমিটির মামলায় বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে ২২ ফেব্রুয়ারি একটি পিটিশন দায়ের করেন করিম আহমদ খান। প্রি-ট্রায়াল চেম্বারে করা ওই পিটিশনে পুতিনকে গ্রেপ্তারের ওয়ারেন্ট জারির অনুমতি প্রার্থনা করা হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সেইভনা লোভা-বেলোভার বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। শুক্রবার (১৭ মার্চ) আইসিসির একজন বিচারক এই আদেশ দেন।
নেদারল্যান্ডের হেগ ভিত্তিক এ আদালত এক বিবৃতিতে জানায়, ‘জোরপূর্বক ইউক্রেনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে।’