আফগান নারীদের চাকুরি অভ্যন্তরীন বিষয়: তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২১, ১২:১১ পিএম

আফগান নারীদের চাকুরি অভ্যন্তরীন বিষয়: তালেবান

আফগান নারীদের চাকুরি আফগানিস্তানের অভ্যন্তরীন বিষয়। শনিবার (৩০ অক্টোবর) কাবুলে এক সংবাদ সম্মেলনে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এই মন্তব্য করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, তালেবানরা সপ্তম শ্রেণীর উপরের শ্রেণীতে নারীদের যেতে দেওয়া হচ্ছে না- সাংবাদিকদের জবাবে মুজাহিদ বলেন, ‘এগুলো সম্পূর্ণ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোন সম্পর্ক নেই‘।  

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে আফগানিস্তান সরকারের এই মুখপাত্র বিশ্বের দেশগুলোর প্রতি আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মুজাহিদ এসময় তাদের সরকারকে স্বীকৃতি না দিলে এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে সতর্ক করে বলেন, ‘স্থিতিশীলতা রক্ষার্থে আন্তর্জাতিক সমাজের উচিৎ তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া’। এসময় তিনি আরো বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সকল প্রেক্ষাপট প্রস্তুত রয়েছে।

Link copied!