আফগানদের স্বার্থে তালেবানকে শক্তিশালী করুন: জাতিসংঘে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:৫৩ এএম

আফগানদের স্বার্থে তালেবানকে শক্তিশালী করুন: জাতিসংঘে ইমরান খান

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানকে বিচ্ছন্ন না রেখে তাদের সমর্থন ও স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিইউয়র্কে স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সশরীরে উপস্থিত না থাকলেও রেকর্ডকৃত ভাষণে তিনি এ আহবান জানিয়ে বলেন, ‘আফগানিস্তানের জনগণের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে হবে। আমাদের সামনে এখন একটাই পথ আফগানিস্তানের বর্তমান সরকারকে স্থিতিশীল এবং শক্তিশালী করা।’ খবর ভয়েজ অব আমেরিকা’র।

জাতিসংঘের তথ্য অনুযায়ি আফগানিস্তানের অর্ধেক মানুষ এখন সঙ্কটে আছে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি আফগানিস্তানকে অবহেলা করি, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। পরিস্থিতি এমনই চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে ওই দেশের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে যাবে।’

সর্বদলীয় সরকার গঠন, নিজেদের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেয়া ও মানবাধিকার রক্ষায় তালেবানের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে ইমরান খান আরও বলেন, ‘বিশ্ব সম্প্রদায় তাদের (তালেবান) উৎসাহিত করলে ও আলোচনার পথে চলতে তাদের অনুপ্রেরণা যোগালে তা সবার জন্য মঙ্গলজনক পরিস্থিতি সৃষ্টি হবে।’

আফগানিস্তানের দখল নেওয়ার পর তালেবান সরকার গঠন করলেও যুক্তরাষ্ট্র,ব্রিটেন, ফ্রান্স, ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশই সেই সরকারকে স্বীকৃতি না দেওয়ায় আন্তর্জাতিক সাহায্য পাওয়ার পথ বন্ধ রয়েছে। এমতাবস্থায় তালেবোনের জন্য সাহায্যের পথ খুলতে ইমরান খান প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে যখন চলতি সপ্তাহেই ইমরান খান দাবি করেন সার্কের (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালেবান। তবে ভারত, বাংলাদেশসহ অন্যান্যূ দেশ ইমরান খানের ওই দাবি না মানায় সার্কের ওই বৈঠক অনুষ্ঠিত হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে সার্কের ওই সাইডলাটইন বৈঠক হওয়ার কথা ছিল।

Link copied!