আফগানিস্তান ও পাকিস্তানে ভারির্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই আফগানিস্তানের। দেশটিতে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি ১৩ জন পাকিস্তানের। এখনও দুই দেশের অনেক মানুষ আহত ও নিখোঁজ হয়েছেন।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমির বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির পর গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ৪১ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া বন্যায় প্রায় আড়াইশ’ গবাদিপশুও মারা গেছে।
নিহতের বেশির ভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা বলেও জানান আফগানিস্তানের এই কর্মকর্তা।
এদিকে, কাবুল প্রাদেশিক গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া ধসেপড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ মানুষেরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।