আফগানিস্তানে আইএস নিয়ন্ত্রণে আছে: তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ০৫:৪৪ পিএম

আফগানিস্তানে আইএস নিয়ন্ত্রণে আছে: তালেবান

আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কমবেশি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে ক্ষমতাসীন তালেবান। বুধবার (১০ নভেম্বর) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আফগানিস্তানে আইএসের একাধিক রক্তক্ষয়ী হামলায় অনেক মানুষ হতাহত হয়েছে। তা সত্ত্বেও তালেবান এমন দাবি করলো।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, আইএস বড় কোনো হুমকি নয়। আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। জনসমর্থনও নেই তাদের। 

তিনি বলেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় ৬০০ আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নারীও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

চলতি বছরের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরের মাসেই তারা সরকার গঠনের ঘোষণা দেয়। 

উল্লেখ্য, সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে আইএস। একই সঙ্গে তারা দেশটির সংখ্যালঘু শিয়াদের নিশানা করেও হামলা চালিয়েছে।

 

Link copied!