জুলাই ৪, ২০২৩, ০২:৩২ পিএম
এবার আফগানিস্তানে নারীদের জন্য বিউটি পার্লার নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের তালেবান প্রশাসন। দেশটির নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের (ভাইস অ্যান্ড ভার্চু মিনিস্ট্রি) এক মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার জানান, ইসলামিক আমিরাতের নেতা নতুন এক মৌখিক ডিক্রিতে রাজধানী কাবুলসহ সব প্রদেশে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ করেছেন।
আফগানিস্তানের গণমাধ্যম তোলো নিউজ এর প্রতিবেদনে বলা হয়, তালেবান প্রশাসনের এই নতুন ডিক্রি অবিলম্বে কার্যকর করতে কাবুল পৌরসভাকে নির্দেশ দিয়েছে নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়।
এর আগে, নারীদের এনজিওতে কাজ করার বিষয়টি নিষিদ্ধ করে দেশটির সরকার। এছাড়া দেশটির মেয়েদের পার্ক, সিনেমা হল এবং অন্যান্য বিনোদনের জায়গা যাওয়া নিষেধ।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের শাসন ক্ষমতা নেওয়ার পর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছে নারীদের ওপর। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সাধারণত চারটি ক্ষেত্রে মেয়েদর গতিবিধি, ভূমিকা ছেঁটে ফেলার চেষ্টা করছে তালেবান প্রশাসন। এগুলো হলো-রাজনীতি থেকে সরিয়ে দেওয়া, শিক্ষা নিষিদ্ধ করা, জনসমক্ষে নারীদের চলাফেরা কমিয়ে ফেলা এবং কর্মক্ষেত্রের সুযোগ বন্ধ করে দেওয়া।