আফগানিস্তানের রাজধানী কাবুল ও নানগাহর প্রদেশের প্রাদেশিক রাজধানী জালালাবাদে সিরিজ বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (১৮ সেপ্টেম্বর) এসব হতাহতের ঘটনা ঘটে।
তালবানের একটি সূত্র জানিয়েছে, জালালাবাদ ও কাবুলে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) জড়িত থাকতে পারে।
তালেবান ইসলামিক স্টেটকে সন্দেহ করলেও এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে বলেও জানিয়েছে তালেবান।
এদিকে এই হমলার ব্যাপারে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, যারাই এই হামলার জন্য দায়ী তাদের খোঁজ করা হচ্ছে। তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।