মে ৮, ২০২১, ১১:৫৩ পিএম
আফগানিস্তানের কাবুলের একটি স্কুলের পাশে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছে এবং বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, শনিবার (০৮ মে) রাজধানীর শিয়া অধ্যুষিত পাশ্চাত্যের দাস-ই-বারচির সৈয়দ আল-শাহিদা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণে আহত কমপক্ষে ৫২ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি বিস্ফোরণের সঠিক কারণ বলতে পারেননি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দস্তগীর নাজরী বলেছেন, ক্ষুব্ধ জনতা অ্যাম্বুলেন্সগুলোতে হামলা চালিয়েছে। এমনকি স্বাস্থ্যকর্মীদেরও মারধর করেছে তারা। এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় কেউই দায় স্বীকার করেনি। তালেবান বেসামরিক জনগণের ওপর চালানো এই হামলায় শোকজ্ঞাপন করেছে এবং এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে।
সূত্র : আলজাজিরা