আফগানিস্তানে ২ মেয়ের সঙ্গে মাকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৩:০৯ এএম

আফগানিস্তানে ২ মেয়ের সঙ্গে মাকে কুপিয়ে হত্যা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ২ মেয়ের সঙ্গে মাকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিরাপত্তাবাহিনীর সদস্যরা হত্যাকান্ডের সাথে জড়িত এক যুবককে গ্রেফতার করেছে। দুই মেয়ের একজনের বয়স ৯ এবং একজনের ১৩।

প্রতিবেশী এবং নিহতের আত্মীয়স্বজনেরা জানিয়েছেন, রামিন নামের ওই যুবক খুব ভোরে জোরকরে ওই মাহিলার বাড়িতে ঢুকে হত্যাকান্ড ঘটিয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামিন হত্যাকান্ড ঘটানোর কথা স্বীকার করেছে।

হত্যা, অপহরণ, ডাকাতির মত অপরাধ সম্প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে কাবুলবাসীরা জন্য। এসব অভিযোগ অস্বীকার করে আসছে ১৫ আগস্ট, ২০২১ তারিখে আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তালেবান। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণসহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ নিয়ে বেশ কিছু পদক্ষেপের কারণে সম্প্রতি তালেবান প্রশংসা কুঁড়িয়েছে। সমালোচকরা বলছেন, বহির্বিশ্বের স্বীকৃতি আদায়ে এসব করছে তালেবান সরকার। এর আগে ১৯৯৬ সালে  ক্ষমতা এসে নারীদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা দিয়েছিলো তালেবান।

ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রে হামলা চালালে ১৯৯৯ সালে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। সর্বশেষ ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিনিদের হটিয়ে দিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে থাকা আফগানীদের রিজার্ভ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। 

Link copied!