অস্ত্র ফেলে দিলে প্রাণে মারবো না: ইউক্রেনকে রুশ হুঁশিয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ১০:০৬ এএম

অস্ত্র ফেলে দিলে প্রাণে মারবো না: ইউক্রেনকে রুশ হুঁশিয়ারি

ইউক্রেনের মারিউপুলের সৈন্যদের আত্মসমর্পণের আহবান জানিয়েছে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধরত রুশ সৈন্যরা বলেছেন,

আজবটাল স্টিলওয়ার্ক ঘাঁটি এলাকা

মারিউপুলের আজবটাল স্টিলওয়ার্ক এলাকায় ইউক্রেনের সৈন্যদের যে শক্ত ঘাঁটি রয়েছে, সেখান থেকে তারা যদি অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পন করে তবে তাদেরকে প্রাণে মারা হবে না এবং নিরাপদে এলাকা ছেড়ে যেতে দেওয়া হবে। যারা এটা করবেন তাদের সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে। যদিও এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোন উত্তর আসে নি।

ওদিকে পশ্চিমাদের দেওয়া অস্ত্র-গোলাবারুদভর্তি একটি ইউক্রেনিয়ান যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কোর বরাত দিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন-বিবিসি এ খবর জানিয়েছে।

গত ২৪ ঘন্টায় ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও সৈন্যদের লক্ষ্য করে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। কয়েকদিনের মধ্যেই মারিউপুলের দখল নিয়ে নেওয়ারও একটা ইঙ্গিত দিয়েছেন ওই রুশ সেনা কর্মকর্তা। মার্চের শুরু থেকে মারিউপুল দখলে হামলা অব্যাহত রেখেছে পুতিনের বাহিনী।

ধারণা করা হচ্ছে শহরটিতে ১ লাখের মতো বেসামরিক নাগরিক আটকা পড়েছেন, যারা তীব্র খাদ্য, পানি ও বিদ্যুতের সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বিমান হামলার সঙ্গে হিমাঙ্কের নিচের তাপমাত্রাও তাদের ভোগান্তির অন্যতম কারণ। বিশ্লেষকরা বলছেন, ক্রমেই ইউক্রেনের প্রতিরক্ষা এলাকাগুলো গুড়িয়ে দিয়ে শহরের ভেতরের দিকে ঢুকে পড়ছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন, খুব শিগগিরিই হয়ত মারিউপুলের দখল হারাতে পারে তার সৈন্যরা। ইতোমধ্যে মারিউপুল প্রধান প্রধান সড়কগুলোতে বেরিকেড বসিয়ে যাতায়াত সীমিত করে দিয়েছে রুশ সৈন্যরা।

ওদিকে ইউক্রেনের ক্ষেপনাস্ত্র হামলায় ডুবে যাওয়া রুশ যুদ্ধ জাহাজ মস্কভার নৌ সেনাদের ক্রিমিয়ার সেভাস্তোপোলে প্যারেডে করতে দেখা গেছে।

প্যারেডে ডুবে যাওয়া রুশ যুদ্ধ জাহাজ মস্কভার নৌ সেনারা

বড় ধরণের রুশ হামলার বিষয়ে রাজধানীবাসীকে সর্তক করে দিয়েছেন কিয়েভের মেয়র ভিটল কিলিটশকো। যারা কিয়েভ ছেড়ে অন্যত্র চলে গেছেন তাদের ফিরে না আসার আহবান জানিয়েছেন তিনি।

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অব্যাহত অবরোধ আরোপের পাল্টা জবাব হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির কয়েকজন শীর্ষমন্ত্রীর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। শনিবার মারিউপুল থেকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা এক ব্রিটিশ সৈন্যকে বন্দি করে রুশরা।   

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বুচা শহর

রুশ সৈন্যদের ছেড়ে যাওয়া বুচা শহরের ভাঙ্গাচোরা রাস্তা মেরামতে কাজ করতে দেখা গেছে ইউক্রেনের বাসিন্দাদের।           

Link copied!