ইংরেজ শাসন থেকে স্বাধীন হলো বারবাডোজ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ১০:৪৯ পিএম

ইংরেজ শাসন থেকে স্বাধীন হলো বারবাডোজ

স্বাধীন হলো ‘লিটল ইংল্যান্ড’ নামে পরিচিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বারবাডোজ। ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে রিপাবলিক পরিণত হয়েছে বারবাডোজ। রানী দ্বিতীয় এলিজাবেথকে আনুষ্ঠানিকভাবে দেশটির সরকার প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে স্বাধীন হলো বারবাডোজ।

এর মাধ্যমে ৪০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান হলো দেশটিতে।

বারবাডোজের রাজধানী ব্রিজটাউনে স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) মধ্যরাতে ডেম স্যান্ডা ম্যাসন দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ লাখো মানুষের উল্লাসের মধ্য দিয়ে নতুন রিপাবলিক হিসেবে আত্মপ্রকাশ করে বারবাডোজ। জনাকীর্ণ হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

বারবাডোজ ছিল ব্রিটিশ কলোনি বা উপনিবেশ। এটি পরিচিত ছিল লিটল ইংল্যান্ড নামে। বার্বাডোজের নাগরিকেরা নিজেদের প্রথম রাষ্ট্রপতি বেছে নিয়েছেন। তিনি দুই তৃতীয়াংশ ভোট পেয়েছেন। 

Link copied!