ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশও: রুশ কর্মকর্তা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৩, ১০:৪৬ পিএম

ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশও: রুশ কর্মকর্তা

কিয়েভ যদি রাশিয়া বা বেলারুশে হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে বেলারুশের সেনারা বসে থাকবে না। তাঁরা ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সি পোলিশচাক এই আশঙ্কার কথা বলেছেন। মিস্টার পোলিশচাক শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের সাথে এক সাক্ষাৎকার দেন। সেই সময় তিনি এ কথা বলেন।  

রাশিয়া গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের শুরুর দিকে প্রতিবেশী দেশ বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করেছিলেন রুশ সেনারা। আর গত অক্টোবর থেকে বেলারুশে যৌথ সামরিক মহড়ার জন্য সেনা মোতায়েন করে আসছে মস্কো। সে সময় থেকে দুই দেশের সামরিক ঘনিষ্ঠতাও জোরদার হয়েছে। অপরদিকে ইউক্রেনের সাথে অঘোষিতভাবে যুদ্ধে আছে ন্যাটো বাহিনী।

এ অবস্থায় সাক্ষাৎকারে তাসকে আলেক্সি পোলিশচাক বলেন, আইনি দিক দিয়ে দেখলে, যদি কিয়েভের নেতারা রাশিয়া বা বেলারুশের ভূখণ্ডে হামলা চালান, তাহলে পাল্টা হামলা চালানোর জন্য যথেষ্ট হবে। তবে এমন কোনো জবাব দেওয়া হবে কি না, সে বিষয়ে রাশিয়া ও বেলারুশের নেতারা সিদ্ধান্ত নেবেন।

এদিকে ইউক্রেন যুদ্ধে বেলারুশের শরিক হওয়ার বিষয়ে সতর্ক আছেন জেলেনস্কিও। বুধবারই তিনি সতর্ক করে বলেছেন, যেহেতু বেলারুশের ইউক্রেনের সাথে সীমান্ত রয়েছে, তাই দেশটি থেকে হামলার বিষয়ে অবশ্যই আমাদের হুঁশিয়ার থাকতে হবে। তবে এখন পর্যন্ত যুদ্ধ নিয়ে বেলারুশ গলাবাজি ছাড়া আর কিছুই করেনি বলেও মন্তব্য করেন তিনি।

জেলেনস্কি বলছেন, আমরা দেখেছি, বেলারুশ এখন পর্যন্ত বড় বড় কথা ছাড়া বড় কিছু করে দেখায়নি। তবে তারা যা-ই করুক, আমাদের দেশটির সীমান্ত ও সীমান্ত লাগোয়া অঞ্চলে আমাদের প্রস্তুত থাকতে হবে।

সূত্র: রয়টার্স

Link copied!