ইউক্রেনজুড়ে রাশিয়ার ৫৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিহত ১১

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৩:১৩ পিএম

ইউক্রেনজুড়ে রাশিয়ার ৫৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিহত ১১

যুক্তরাষ্ট্র ও জার্মানির কাছ থেকে ইউক্রেনের ট্যাংক সহায়তা পাওয়া নিশ্চিত হওয়ার পরপরই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এ হামলা ১১ জন নিহত ও ১১ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগের মুখপাত্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। 

ইউক্রেনের জরুরি সেবা বিভাগের মুখপাত্র ওলেকজান্দর খরুনঝিয়ে সংবাদমাধ্যমকে জানান, বুধবার রাত এবং বৃহস্পতিবার সারা দিনে রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ২২ জন হতাহত হয়েছেন।

এদিকে, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। 

ইউক্রেনের শীর্ষ জেনারেলদের দাবি, রাশিয়ার নিক্ষেপ করা ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৭টিকেই গুলি করে নামানো হয়েছে। 

এ হামলা নিয়ে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনি বলেছেন, ‘কেবল কিয়েভের আকাশ থেকেই অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।’

Link copied!