ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সফল: পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ০৯:৫৭ পিএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সফল: পুতিন

ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযানকে সফল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে পুতিন অদূরদর্শী হিসেবেও অভিহিত করেছেন।

ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরডট কম জানায়, বুধবার সরকারি এক আলাচনা সভায় প্রচারিত ভাষণে রুশ প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। পুতিন বলেন, “এখন থেকে রাশিয়াকে হুমকি দেওয়ার  জন্য এই দেশটিকে কারো ঘাঁটি হতে তিনি দিবেন না।” অভিযানটি সফলভাবে ও কঠোর পরিকল্পনা অনুয়ায়ি হয়েছে বলেও তিনি জানান।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২১তম দিনে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

পিুতিন অভিযোগ করে বলেন, “যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে তারা কখনো সফল হবে না।” 

ইউক্রেনের ওপর হামলা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়াসহ বিভিন্ন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো। কিন্তু নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া থামবে না- এমন হুশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন দৃঢ় কণ্ঠে বলেন, “যদি পশ্চিমারা মনে করে রাশিয়া পিছিয়ে যাবে, তাহলে তারা রাশিয়াকে বোঝেইনি।”

পুতিন হুশিয়ারি উচ্চাচরন করে বলেন, “আলোচনার মাধ্যমে ইউক্রেনকে নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তারা। কিন্তু আলোচনা ভেস্তে গেলে সামরিক অভিযানের মাধ্যমেই লক্ষ্য অর্জন করা হবে।” 

পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে পুতিন অদূরদর্শী হিসেবেও অভিহিত করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “পশ্চিমারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার প্রতিটি পরিবারকে বিপদে ফেলতে চায়। তারা (পশ্চিমা দেশগুলো) রাশিয়ার পুরো অর্থনীতিকেই ধ্বংস করে দিতে চায়। তারা এটি এবার প্রকাশ করেছে।” 

পুতিনের দাবি, “রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি আগেই পশ্চিমাদের মনে ছিল। এখন  যুদ্ধের অজুহাত দেখিয়ে এটি প্রয়োগ করছেন।” 

সূত্র: দ্য গার্ডিয়ান, ফ্রান্স টুয়েন্টিফোরডট কম

Link copied!