ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে যেসব রাশিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১২:১৫ এএম

ইউক্রেনে  রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে যেসব রাশিয়ান

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছেন রাশিয়ার একদল লোক। পুতিন বাহিনীর হামলা থেকে ইউক্রেনকে রক্ষার জন্য লড়াই করছেন তারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সৈন্যদের দ্বারা গঠিত ‘ফ্রি রাশিয়া লিজিয়ন’ নামে পরিচিত এই গ্রুপটি ইউক্রেনের পক্ষে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।

নিউইয়র্ক টাইমসের ফটো সাংবাদিক লিনসে অ্যাডারিও মঙ্গলবার সিএনএনের ইরিন বার্নেটকে এমন তথ্য দিয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়।

সিএনএন’র ওই প্রতিবেদনে বলা হয়,  ফ্রি রাশিয়া লিজিয়ন’গ্রুপটি  বিশ্বাস করে যে, ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল না রাশিয়ার। গ্রুপটির সদস্যদের মতে, এটি একটি অন্যায্য যুদ্ধ। একারণে  তারা  নৈতিক অবস্থান থেকেই ইউক্রেনের পক্ষে অস্ত্র হাতে তুলে নিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের ফটো সাংবাদিক লিনসে অ্যাডারিও আরও বলেন, যেসব রাশিয়ান দীর্ঘদিন ধরে ইউক্রেনে বসবাস করে আসছেন; তারা মনে করেন যে, নৈতিক কারণেই তাদের ইউক্রেনীয়দের পক্ষে দাঁড়ানো উচিত। 

Link copied!