ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা কম: ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২১, ০৩:০৪ এএম

ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা কম: ব্রিটেন

যুক্তরাজ্য ও তার মিত্রদেশগুলো রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস।

স্পেক্টেটর ম্যাগাজিনকে ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস জানান, “ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, তাই রাশিয়ার হুমকি মোকাবিলা করার জন্য কেউ দেশটিতে সেনা পাঠাবে এমন সম্ভাবনা খুব কম।”

তিনি আরও বলেন, “তাই পুতিনকে এটা না করার জন্য আমরা কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছি। আর এমনটা করলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাই তা প্রতিরোধ করার সম্ভাব্য বড় উপায়।”

এর আগে বেন ওয়ালেস বলেছিলেন, “ইউক্রেনের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে যুক্তরাজ্য এবং তাদের সমর্থন করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দেশটির সীমান্তে রুশ বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করছে বলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিযোগ করে আসছিলেন মার্কিন কর্মকর্তারা। এমনকি গোয়েন্দা কর্মকর্তারাও দাবি করেছেন রুশ সামরিক বাহিনী ২০২২ সালের শুরুর দিকে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করতে পারে।

সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেন সীমান্তের চারটি স্থানে রাশিয়ার সেনা, ট্যাংক ও কামানের সমাবেশ ঘটানোর প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে সীমান্তে ৯৪ হাজার রুশ সেনা মোতায়েন রয়েছে, যা এক লাখ ৭৫ হাজারে উন্নীত হতে পারে।

Link copied!