ইউক্রেনে হামলা চালানোর অজুহাত তৈরি করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ১০:৪২ এএম

ইউক্রেনে হামলা চালানোর অজুহাত তৈরি করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়া মিথ্যা নাটক সাজানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দারা মনে করছে, রাশিয়ান সমর্থিত গোষ্ঠী বা সরাসরি রাশিয়া নিজেই হামলা চালিয়ে ইউক্রেনের উপর দায় চাপাতে পারে। 

যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়ার পরিকল্পিত এ হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের চিত্র, ধ্বংসস্তুপ, ইউক্রেন সেনাদের নকল সামরিক সরঞ্জাম, তুরস্কের তৈরি ড্রোন ইত্যাদি দেখানো হতে পারে। ৩ দিক দিয়ে রুশ সেনা দিয়ে ঘিরে থাকা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ডোনবাস শহরে এ হামলা হতে পারে বলে আশংকা যুক্তরাষ্ট্রের।  

সম্প্রতি ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ মার্কিন সেনাদের উপস্থিতিতে নিয়ে গোটা ইউরোপজুড়েই অস্থিরতা দেখা দিয়েছে। রুশ সেনা বাড়ানোর পর জার্মানি, পোল্যান্ড এবং রোমানিয়ায় ৩ হাজার সেনা পাঠিয়েছে পেন্টাগন। প্রস্তুত রাখা হয়েছে আরও সাড়ে ৮ হাজার সেনা।

প্রতিপক্ষ মার্কিনীদের অভিযোগ নাকোচ করে মস্কো জানিয়েছে, মিথ্যা নাটক সাজিয়ে যুদ্ধ করতে চায় না তারা। নিয়মিত অনুশীলন করতেই রুশ সেনারা সীমান্তবর্তী এলাকায় জড়ো হয়েছে। ২০১৪ সালের ফেব্রুয়ারী ও মার্চে অভিযান চালিয়ে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে আলাদা করে নিজেদের দখলে নেয় রাশিয়া।

১৯৪৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত শীতল যুদ্ধ চলা পরমানু শক্তিধর দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছেই রয়েছে পারমানবিক অস্ত্রের সর্বোচ্চ মজুদ। 

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেফ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে ইউরোপে বড় ধরণের যুদ্ধ শুরু হতে পারে। কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে মস্কোর প্রতি আহবান জানিয়েছেন ‍তুরুস্কের প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অস্থিরতা প্রসঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাকরন। চলমান পরিস্থিতিতের মধ্যে বেইজিং সফরে যাচ্ছেন পুতিন।

 

 

 

Link copied!